যশোরে স্কুল ছাত্রী ও গৃহবধূর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রীসহ দু’ জন আত্মহত্যা করেছেন। জানা গেছে, দুপুরে যশোর সদর উপজেলার বাহাদুরপুরে লামিয়া খাতুন (১৪) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। মৃতার ভাই যাবিবর হোসেন জানিয়েছেন, দুপুরে বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে পিতামাতার সাথে লামিয়া খাতুনের গোলযোগ হয়। এক পর্যায়ে অভিমান করে সে বাড়ির দ্বিতীয় তলায় নিজের ঘরে গিয়ে বৈদ্যুতিক ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। এরপর সাব্বির গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লামিয়া খাতুন বাহাদুরপুরের বাসিন্দা ও যশোর শহরের হাবিব বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্দুল কাদেরের কন্যা। অপরদিকে গত বৃহস্পতিবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার লেবুগাতি গ্রামে আলেয়া বেগম (৫০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মনিরামপুর থানার এসআই মোঃ রায়হান তার লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। আলোয়া বেগম ওই গ্রামের মৃত ইউসুফ আলীর স্ত্রী। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, মস্তিষ্কে সমস্যার কারণে বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আলেয়া বেগম আত্মহত্যা করেন। পরে পুলিশকে সংবাদ দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার লাশ উদ্ধার করে। গতকাল হাসপাতাল মর্গে আলেয়া বেগমের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। স্কুল ছাত্রী লামিয়া খাতুনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।