যশোরে নতুন সামাজিক সংগঠন ইউনিটি কাব

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ইউনিটি কাব নামের আরও একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার প্রেসকাব যশোরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক রেজিস্টার ডাঃ এন এইচ শাহরিয়ার, রাজিবুল আলম ও খায়রুল ইসলাম। আলোচনা সভায় ইউনিটি কাবের আহ্বায়ক এস এম নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাবের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, তরুণ উদ্যোক্তা আল আমিন শেখ, আলমগীর হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল শিক্ষক জাহিরুল মিলন।