নতুন চলচ্চিত্রে বন্যা

0

লোকসমাজ ডেস্ক॥ নতুন একটি চলচ্চিত্রের শুটিং শেষ করলেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ঘর গেরস্তি’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। তিনি ছাড়াও এতে আরো থাকছেন আরমান পারভেজ মুরাদ। এটি পরিচালনা করছেন মাসুদুর রহমান রামিম। বন্যা মির্জা বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এক হিন্দু পরিবারের চিত্র এতে উঠে এসেছে। যারা যুদ্ধের সময় এলাকা থেকে চলে যায়। যুদ্ধ শেষে আবার ফিরে আসে।
এই যে চলে যাওয়া ও ফিরে আসা- এটি উঠে আসবে চলচ্চিত্রটিতে। এর দৈর্ঘ্য ১ ঘণ্টার কিছু সময় বেশি। ছবিটিতে হিন্দু পরিবারের নানা ধরনের মনস্তাত্ত্বিক বিষয় ও সামাজিক অবস্থাও উঠে এসেছে। এতে অভিনয়ের জন্য শিল্পীদের কালো মেকআপ করতে হয়েছে। চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার টানাপড়েন তুলে ধরার। নির্মাতা জানান, ছবিটির মুক্তির প্রস্তুতি চলছে।