সুন্দরবনে আরও দুই জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণ দাবি করে আরও দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব-জিয়া বাহিনীর সদস্যরা। বুধবার গভীর রাতে সুন্দরবনে বৈকেরি খালে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করে দস্যুরা। অপহৃত দুই জেলে হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে মহাদেব সরদারের ছেলে বাটুল সরদার (৪০) ও হরিনগর গ্রামের মৃত লোকমান গাজীর ছেলে রাজ্জাক গাজী (৪৫)। অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে মথুরাপুর গ্রামের রজব গাজীর ছেলে বাক্কার জানান, কদমতলা বনঅফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনের বৈকারি খালে মাছ ধরার সময় বনদস্যু জোনাব-জিয়া বাহিনী অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, জেলে অপহরণের বিষয় শুনেছি, কিন্তু কেউ অভিযোগ করেনি।