আ. লীগের সম্মেলনে ইউসুফ আলী সভাপতি ও সাধারণ সম্পাদক হাবিব নির্বাচিত

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. ইউসুফ আলী খলিফা এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয়পর্বে কাউন্সিলরদের গোপন ভোটে আগামী ৩ বছরের জন্য নেতা নির্বাচিত হয়েছেন। ওয়ার্ডের সভাপতি পদে মো. ইউসুফ আলী খলিফা এবং মো. সুরুজ্জামান হানিফ ও সাধারণ সম্পাদক পদে মোড়ল হাবিবুর রহমান এবং মো. আল আমিন ফকির প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মো. ইউসুফ আলী খলিফা ১৬৩ ভোট ও সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান ১৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন। মঙ্গলবার রাত পৌনে ১১ টায় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ তালুকদার আব্দুল খালেক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।