মুক্তিযোদ্ধা ওমর ফারুকের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. ওমর ফারুকের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন উপজেলা সভাপতি মো. মতোওয়ালী শেখ, সম্পাদক অ্যাড. প্রশান্ত কুমার বিশ্বাসসহ জাতীয় পার্টি, যুবসংহতি ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে বিবৃতি দিয়েছেন, জাহাঙ্গীর হোসেন, আলহাজ মোদাচ্ছের হোসেন, বজলুর রহমান, অধ্যাপক অধির মন্ডল, মোস্তফা সরদার, রবীন্দ্রনাথ মন্ডল, মিজানুর রহমান এলাহী, সঞ্জয় গোলদার, মঞ্জুর হোসেন, অধ্যাপক জি.এম ইলিয়াজ হোসেন, শাহিন মোল্লা, ডা. তহিদুল ইসলাম, ডা. শওকত হোসেন, অসীম মল্লিক শেফালী বিশ্বাস, আশরাফুল ইসলাম, শাওন হাওলাদার, মেহেদী হাসান, মিহির বিশ্বাস, সুজিত অধিকারী বিমান, প্রবীর কুমার শীল, মোহাম্মদ আলী প্রমুখ।