২৪ দিনে বেনাপোলে অর্ধলাখ যাত্রীকে পরীক্ষা মেলেনি করোনাভাইরাসের আলমত

0

বিএম আসাদ ॥ করোনাভাইরাস (২০১৯-ৎপড়া) সংক্রমেনের হাত থেকে দেশকে রক্ষার জন্য অন্যান্য বন্দরের মতো বেনাপোল চলছে ব্যাপক সতর্কতা। গত ২৪ দিনে ভারত তেকে আগত অর্ধলাখ যাত্রীকে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরেন ভাইরাসের আলামত পাওয়া যায়নি।
যশোর সিভিল সার্জনের কার্যালয়ের এক পরিসংখ্যানে জানা গেছে, চীন থেকে উৎপত্তি করোনা ভাইরাস (২০১৯-ৎপড়া) সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দেশের সকল বন্দরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অন্যান্য বন্দরের মতো বেনাপোল স্থল বন্দরেও নেয়া হয়েছে ব্যাপক সতর্কতা। গত ১৯ জাুনয়ারি হতে গতকাল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ দিনে ৪৯ হাজার ৯শ’ ১৫ জন যাত্রীকে স্ক্রিলিং পরীক্ষা করা হয়েছে। প্রতি ২৪ ঘন্টায় পরীক্ষা করা হচ্ছে ৩ হাজার থেকে প্রায় ৪ হাজার যাত্রী। যাদের ভেতর ট্রেন, বাস, ট্রাকের ড্রাইভার ও হেলপার রয়েছেন। গতকাল ৩ হাজার ৫শ’ ৮৭ জনকে স্ক্রিনিং পরীক্ষা করা হয়েছে। এর ভেতর ১ হাজার ১শ’ ৪৭ জন রয়েছেন ড্রাইভার। এ নিয়ে পরীক্ষাকৃত ড্রাইভারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ’ ৩০ জন। টে ্রনের ড্রাইভার ৩ জন। হেলপার ৪শ’ ৮৩ জন। বাকী সকলেই ভারত থেকে বাংলাদেশে আগত যাত্রী।
সিভিল সার্জর অফিস সূত্র জানিয়েছেন, যাত্রীদের করোনাভাইরাস স্ক্রিনিং সংক্রমন পরীক্ষা করতে বেগ পেতে হচ্ছে। অনেকে ভাইরাস পরীক্ষা করতে ব্যস্ততার অজুহাতে সময় দিতে চাচ্ছেন না তাদেরকে বুজিয়ে রাজি করাতে হচ্ছে। এ সময় যাত্রীদের এক সাথে ব্যাপক ভিড় লেগে যাচ্ছে। যা সামাল দেয়া কষ্টকর হয়ে পড়ছে। বিভিন্ন সংস্থার জনবল সহযোগিতা নিয়ে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। এদিকে, করোনাভাইরাস সম্পর্কে চিকিৎসকদের অবহিত করার জন্য আজ যশোর ২৫০ শয্যা হাসপাতলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে।