জানেন কী ডাকে হৃদয় গলে যায় সানি লিওনের

0

লোকসমাজ ডেস্ক॥ বলিউডের অভিনেত্রী সানি লিওন বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ত। এবার সাবেক এই পর্ণ তারকা জানালেন একটি মধুর ডাক রয়েছে যেটি শোনার পর তার হৃদয় গলে যায়। আর এই মধুর ডাকটি হচ্ছে ‘মা’।
দত্তক নেয়া এক কন্যা সন্তানসহ বর্তমানে তিন সন্তানের জননী সানি লিওন। স্বামী ও সন্তানদের নিয়ে গড়ে তুলেছেন নিজের সাজানো গুছানো একটি সংসার। শুটিং, ব্যবসার পাশাপাশি সংসার ও সন্তানের প্রতি দারুণ মনযোগী তিনি।
মঙ্গলবার ছিলো এই তারকার দুই সন্তান আসার সিং ওয়েবার ও নোয়া সিং ওয়েবারের জন্মদিন। আর জন্মদিনে সন্তানদের শুভেচ্ছা জানাতে গিয়ে কিছুটা আবেগী হয়ে পড়েন সানি লিওন। সন্তানদের নিয়ে আবেগঘন স্ট্যাটাসও দেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে পরিবারের ছবি প্রকাশ করে সানি লেখেন, তোমরা আমার পৃথিবীকে খুশিতে ভরিয়ে তুলেছো। তোমরা যখন হাসো, খেলো, দুষ্টামি করো আর বিশেষ করে যখন আমাকে ‘মা’ বলে ডাকো তখন আমার চারপাশ পরিপূর্ণ বলে মনে হয়। তোমাদের মা ডাকে হৃদয় গলে যায়।
সন্তানদের জন্মদিন চকলেট কেক কেটে উদযাপন করেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। মুম্বাইতে পরিবারের লোকজনকে নিয়ে ঘরোয়া একটি পার্টির আয়োজনও করেন এই বলিউড তারকা।