ভারতের হীরা রফতানি ১৯.৪% কমেছে

0

লোকসমাজ ডেস্ক॥ ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে (এপ্রিল-নভেম্বর) ভারতের মসৃণ হীরা রফতানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৪ শতাংশ কমেছে। মূল্যবান পাথরটি রফতানি হ্রাসের জেরে এ সময়ে দেশটির মোট রত্ন ও গহনা রফতানি ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
খাতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদায়ী বছরের শ্লথগতির বৈশ্বিক অর্থনীতির জেরে হীরার শীর্ষ ভোক্তা দেশগুলোর ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে, যা ভারত থেকে পণ্যটির রফতানি হ্রাসের অন্যতম প্রধান কারণ। এছাড়া আর্থিক বিষয়ে ব্যাংকগুলোর সতর্ক অবস্থান ও পণ্যটির আমদানিতে শুল্ক বিভাগের কড়াকড়ি দেশটি থেকে পণ্যটির রফতানি হ্রাসের পেছনে প্রভাব ফেলেছে।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে মসৃণ হীরা রফতানি থেকে ভারত মোট ১ হাজার ৩২৭ কোটি মার্কিন ডলার আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের আয়ের তুলনায় ১৯ দশমিক ৪ শতাংশ বেশি।