যশোরের সাজিয়ালীতে সহিংস ঘটনায় পাল্টাপাল্টি মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী গ্রামে সহিংস ঘটনায় গত সোমবার রাতে কোতয়ালি থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। সাজিয়ালী পূর্বপাড়ার মৃত দিদার গাজীর ছেলে মো. মিন্টু একটি মামলা এবং অপর মামলা করেছেন সাজিয়ালী গ্রামের মশিয়ার গাজীর ছেলে আদনান আরাফাত। এই দুই মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে।
আদনান আরাফাতের দায়ের করা মামলার আসামিরা হচ্ছেন, সাজিয়ালী গ্রামের বাসিন্দা হযরত আলী, তার ছেলে ইসমাইল হোসেন, মৃত দিদার গাজীর ছেলে ঝন্টু গাজী ও মিন্টু গাজী, বারেক বিশ্বাসের ছেলে খোকন হোসেন, মৃত ভাটাই বিশ্বাসের ছেলে বাবলুর রহমান, মৃত ওয়াজেদ আলী গাজীর ছেলে কোরবান আলী, রুস্তম আলীর ছেলে রিপন হোসেন, মিন্টু গাজীর ছেলে ইয়াসিন গাজী ও মোজাফ্ফর হোসেনের ছেলে সান্টু। বাদী আদনান আরাফাতের অভিযোগ, আসামিদের সাথে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে তার গোয়ালঘর থেকে একটি এড়ে গরু এবং চাচা রওশন গাজীর গোয়ালঘর থেকে একটি গাভী গরু চুরি হয়ে যায়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন যে, আসামি ঝন্টু, কোরবান ও বাবলু চুরি করেছেন। পরে এ ঘটনা জানাজানি হয়ে গেলে উল্লিখিত আসামিরা তাদের ওপর হামলার ষড়যন্ত্র করতে থাকেন। এক পর্যায়ে গত ৯ ফেব্রুয়ারি রাত ৭ টার দিকে আসামিরা তাদের বাড়িতে হামলা চালান। তারা এ সময় তার চাচা রওশন গাজীকে কুপিয়ে জখম করেন। তাকে রক্ষা করতে গেলে আসামিরা তার পিতা মশিয়ার গাজী এবং আরেক চাচা লোকমান গাজীকেও কুপিয়ে আহত করেন।
অপরদিকে মো. মিন্টুর দায়ের করা মামলার আসামিরা হচ্ছেন, সাজিয়ালী পূর্বপাড়ার মৃত হারান গাজীর ছেলে লুৎফর রহমান, মোশাররফ হোসেন, মশিয়ার রহমান, লুকমান হোসেন ও রওশন আলী, মশিয়ার রহমানের ছেলে শামীম হোসেন, লুকমান হোসেন গোজের ছেলে খোকন ও শাহিন, লুৎফর হোসেনের ছেলে হোসেন ও রওশনের ছেলে আকাশ। এ মামলার বাদী মো. মিন্টুর অভিযোগ, আসামিদের সাথে তাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে তারা (আসামিরা) তাদের হুমকি ধামকি দিয়ে আসছিলেন। গত ৯ ফেব্রুয়ারি সকালে প্রতিবেশী বাবলু ১লাখ ৭০ হাজার টাকা নিয়ে তাদের বাড়িতে জমি বন্দক নিতে আসেন। এ সময় আসামিরা তাকে ধরে নিয়ে গিয়ে মারপিট করেন। পরে বাদী মো. মিন্টু এবং তার ছেলে ইয়াসিন, ভাই ঝন্টু ও রিপন তাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে তাদেরকে মারপিট করেন আসামিরা।