বটিয়াঘাটায় মুক্তিযোদ্ধা ওমর ফারুকের ইন্তিকাল

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওমর ফারুক ইন্তিকাল করেছেন। তার বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি গত সোমবার রাত ৯ টার দিকে শ্বাসকষ্ট জনিতকারণে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৪ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ওমর ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের বাড়িতে ছুটে যান। মঙ্গলবার বাদজোহর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও থানার ওসি মো. রবিউল কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদন পূর্বক গার্ড অব অনার প্রদান করে। পরে উপজেলা ঈদগাহ্ ময়দানে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে সমাহিত করা হয়। সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান, মহানগর কমান্ডার অধ্যাপক আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফজালুর রহমান, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, অ্যাড. নিমাই চন্দ্র রায়, অ্যাড. নবকুমার চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল আলম খান, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফজাল হোসেন ও বিনয় কৃষ্ণ সরকার, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, খাইরুল ইসলাম জনি খান, ফারুক খন্দকারসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।