যশোরে আওয়ামী মহিলা লীগের সাবেক সভানেত্রীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আওয়ামী মহিলা লীগের সাবেক সভানেত্রী নুরজাহান ইসলাম নীরার বিরুদ্ধে মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। মনিরামপুর উপজেলার গালদা গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আব্দুল আলিম এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন তার অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। নুরজাহান ইসলাম নীরার বাড়ি যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় আব্দুল আলিমের অভিযোগ, তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা হিসেবে যশোরের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। এ সময় নুরজাহান ইসলাম নীরার সাথে তার পরিচয় হয় এবং ও সুসম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে নুরজাহান ইসলাম নীরা তার কাছ থেকে ৪২ লাখ ৫২ হাজার টাকা ধার নেন। কিন্তু পরবর্তীতে নুরজাহান ইসলাম নীরা ধারের টাকা পরিশোধ না করে তাকে ঘোরাতে থাকেন। তাগাদা দেওয়ার এক পর্যায়ে নুরজাহান ইসলাম নীরা তাকে ১৯ লাখ ৫২ হাজার টাকার ব্যাংকের একটি চেক দেন। পরে চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে নিয়ে গেলে পর্র্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। বিষয়টি লিগ্যাল নোটিসের মাধ্য নুরজাহান ইসলাম নীরাকে অবহিত করা হলেও তার টাকা পরিশোধ করা হয়নি। ফলে ধারের টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।