যশোরে ২৭০ পিস ইয়াবাসহ আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মুড়লি এলাকায় গত সোমবার বিকেলে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৫টার দিকে মুড়লি রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মো. আশিকের ছেলে মিঠু হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।