কেশবপুরে আ.লীগের সভায় এমপি প্রার্থী হিসেবে শাহিন চাকলাদারকে সমর্থন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে শাহিন চাকলাদারকে সমর্থন দিয়েছে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ। এ উপলে মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক দপ্তর সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌরমেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী, অ্যাড. হুসাইন মোহম্মদ ইসলাম, আলহাজ হাসান সাদেক, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব প্রমুখ। সভায় মুজিববর্ষ, ২১ শে ফেব্রুয়ারি পালন ও উপ-নির্বাচন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় শূন্য আসনে এমপি প্রার্থী হিসেবে গোলাম সরোয়ার শাহিন চাকলাদারের নাম প্রস্তাব করলে অন্য কোন প্রার্থীর নাম না আশায় শাহিন চাকলাদারকে সর্বসম্মত প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়। ৫৭ জনের মধ্যে ৪৯ জন সদস্য সভায় যোগদান করেন বলে জানিয়েছেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।