কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর উপজেলার দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক ছাত্রীর মা। ওই ছাত্রীকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন মা। এ ঘটনায় ওই শিক্ষকে বিরুদ্ধে বিভাগীয় তদন্তের কথা জানিয়েছেন কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু। যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর মা অভিযোগে উল্লেখ করেছেন,অন্য শিক্ষকরা যখন শ্রেণিকক্ষে পাঠদানে ব্যস্ত থাকেন, তখন প্রধান শিক্ষক হাবিবুর রহমান বুল্লা দীর্ঘ দিন তার মেয়েকে পানি দেয়ার কথা বলে অফিস রুমে ডেকে পাঠায় এবং যৌন হয়রানি করেন।সোমবার ওই ছাত্রী তার মা ও নানার সাথে এসে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে বিচার দাবি করেন।
কান্নাজড়িত কন্ঠে ৫ম শ্রেণির ওই ছাত্রী তাকে এবং আরও ৪/৫ জন সহপাঠীর নাম উল্লেখ করে সাংবাদিকদের জানায়, প্রধান শিক্ষক হাবিবুর রহমান বুল্লা পর্যায়ক্রমে তার ওই সব বান্ধবীদেরও বিভিন্ন অজুহাতে ডেকে পাঠায় এবং তাদেরও গায়ে হাত দেয়। আর এসব খারাপ ঘটনা কাউকে জানালে তাদের আর কেউ বিয়ে করবে না বলে ভয় দেখান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার বলেন, অভিযোগ পাওয়ার পর ওই কাস্টারের এটিইওকে দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। তিনি ফিরে আসার পর ঘটনার বিস্তারিতসহ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হবে। প্রধান শিক্ষক হাবিবুর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে সাথে নিয়ে ওই ছাত্রীর অভিভাবকদের সাথে যোগাযোগ করেছি। কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু জানান, অভিযোগের তদন্তে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।