ডুমুরিয়ায় ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে মামলা

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ছেলের বিরুদ্ধে দিনমজুরের মেয়ের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ৩ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার বাদুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ব্যাপারে ওই মেয়ের মা ডুমুরিয়া থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাদুড়িয়া গ্রামের দিনমজুরের মেয়ে (১৪) কুঁড়ে ঘরে ঘুমাচ্ছিল। বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে পার্শ্ববর্তী গ্রামের সামাদ গাজী ও মাগুরাঘোনা ইউপি মেম্বার ফাতেমা বেগমের ছেলে চুকনগর ডিগ্রি কলেজের ছাত্র রাসেল (২২) তার ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে। এ সময় ওই মেয়ের চিৎকারে দাদি ও এক প্রতিবেশী ছুটে আসেন। তারা দেখেন ওই মেয়ে রাসেলের হাত থেকে নিজেকে রক্ষার জন্যে ধস্তাধস্তি করছে। তাদের দেখে রাসেল পালিয়ে যায়। গত ৫ ফেব্রুয়ারি ওই মেয়ের মা ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ভিকটিমের মা গত ৮ ফেব্রুয়ারি একটি মামলা করেছেন। তবে ঘটনার পর থেকেই আসামি রাসেল পলাতক রয়েছে বলে তিনি জানান। ঘটনা সম্পর্কে অভিযুক্ত রাসেলের মা ইউপি সদস্য ফাতেমা বেগম বলেন, ওই মেয়ে আমার ছেলের কাছ থেকে ২৫০ টাকা ধার নিয়েছিল, সেদিন ওই টাকার তাগাদা দিতে গেলে সে চিৎকার করে আমার ছেলে রাসেলের নামে বদনাম রটাচ্ছে।