ঝিকরগাছায় মাদ্রাসার গাছ কাটার অভিযোগ করে হুমকিতে শিক্ষক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় মাদ্রাসার গাছ কাটার অভিযোগ করে বিপাকে পড়েছেন এক শিক্ষক। এ ঘটনা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রয়ারি শুক্রবার সরকারি ছুটি থাকায় মাদ্রাসা বন্ধ ছিল। এদিন এলাকার কাঠ ব্যবসায়ী লুৎফর রহমান মাদ্রাসা মাঠের একটি রেন্টি গাছের ডাল কেটে নিয়ে যান। এ ঘটনায় মাদ্রাসার প্রাক্তন সভাপতি আব্দুল করিম গাছ কাটার বিষয়ে যশোর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। ওই ঘটনা জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই দিনই তড়িঘড়ি করে পেছনের তারিখের একটি সভার কার্যবিবরণীতে শিক্ষকদের স্বাক্ষর করতে বলেন। কিন্তু শিক্ষকরা স্বাক্ষর না করায় মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলামকে বহিরাগত সন্ত্রাসী শফিকুল ইসলাম নেদা উপস্থিত সকলের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জীবন নাশের হুমকি দেয়।
এ ঘটনায় শিক্ষক নজরুল ইসলাম ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী আব্দুল করিম ও শিক্ষক নজরুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, পুরাতন এ গাছের ডাল কেটে প্রায় ৫০ মণ কাঠ নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হওয়ার কারণে সম্পূর্ণ গাছটি কেটে নিয়ে যেতে পারেনি তারা। এ বিষয়ে মাদ্রাসা সভাপতি আব্দুল আজিজ বলেন, গাছটি থেকে কিছু ডাল কাটা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের অনুমতির বিষয়ে তিনি বলেন, মাদ্রাসার সুপার সবকিছু বলতে পারবেন । মাদ্রাসার সুপার বায়োজিত মোস্তাবিন এ বিষয়ে এড়িয়ে গিয়ে এ প্রতিনিধিকে তার মাদ্রাসায় দাওয়াত দিয়েই মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ বলেন, তিনি অভিযোগের কপি হাতে পাননি। তবে মৌখিকভাবে ঘটনাটি শুনেছেন।