সারার যত্নআত্তি করছেন কার্তিক

0

লোকসমাজ ডেস্ক॥ বলিউডের আনাচে-কানাচে সম্প্রতি ছড়িয়ে পড়ে সারা আলী খানের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে কার্তিকের। পরিচালক ইমতিয়াজ আলীর লাভ আজকাল পার্ট টু-এর শুটিং শুরু হওয়ার আগেই তাদের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয় বি টাউন জুড়ে।
জিনিউজের প্রতিবেদন বলছে, সারা এবং কার্তিক দুজনেই বর্তমানে তাদের ক্যারিয়ার নিয়ে বেজায় ব্যস্ত। আপাতত নিজেদের ক্যারিয়ার নিয়ে মাথা ঘামাতে চান তারা।
এখন এই ধরনের সম্পর্কে জড়িয়ে মনসংযোগ কেউ নষ্ঠ করতে চান না বলে দুই অভিনেতার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে রোমান্টিক এই জুটির বিচ্ছেদ নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময় প্রকাশ্যে এল ওই দুজনের একেবারে অন্যরকম ছবি। যেখনে সারা আলি খানকে খাইয়ে দিতে দেখা যায় কার্তিককে।
নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে কার্তিক লেখেন, সারা রোগা হয়ে গেছে বেশ। আবার তাকে আগের মতো চেহারায় ফিরিয়ে আনতে যত্ন করে খাইয়ে দিচ্ছেন বলে জানান বলিউডের এই অভিনেতা।
কার্তিক আরিয়ান এবং সারা আলী খানের এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ফের জোর জল্পনা শুরু হয়ে যায়। তবে কি পরিচালক ইমতিয়াজ আলীর সিনেমা লাভ আজকাল পার্ট টু-এর প্রমোশনের জন্যই দুজর ফের কাছাকাছি আসছেন।