ছয় বছরের সর্বোচ্চে ফ্রান্সের গম রফতানি

0

লোকসমাজ ডেস্ক॥ বৈশ্বিক গম বাণিজ্যে ফ্রান্সের পদচারণা দ্রুতগতিতে বাড়ছে। প্রতিকূল আবহাওয়া ও পরিবহন ধর্মঘটকে পাশ কাটিয়ে দেশটিতে পণ্যটির উৎপাদন ও রফতানি ক্রমে বাড়ছে। এরই ধরাবাহিকতায় চলতি বছরের জানুয়ারিতে দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি বেড়ে ছয় বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স।
লন্ডনভিত্তিক তথ্য ও উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান রিফিনিটিভের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ফ্রান্স থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৩ লাখ ৩৩ হাজার টন সফট হুইট রফতানি হয়েছে, যা ২০১৪ সালের একই মাসের পর থেকে সর্বোচ্চ। ওই সময় দেশটি ১৬ লাখ ৬০ হাজার টন গম রফতানি করে রেকর্ড করেছিল।
তবে জানুয়ারিতে দেশটি থেকে গমের রফতানি আগের মাসের তুলনায় সাত হাজার টন কমেছে। রিফিনিটিভের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরের ডিসেম্বরে ফ্রান্স মোট ১৩ লাখ ৪০ হাজার টন গম রফতানি করেছিল, যা ছিল ২০১৩ সালের একই মাসের পর থেকে সর্বোচ্চ। পেনশন সংস্থানের দাবিতে গত ডিসেম্বরের শুরুর দিকে দেশটির রেলওয়ে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। দীর্ঘ এক মাসের এ আন্দোলনে ফ্রান্সের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে, যা শস্য রফতানিকারকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। খাতসংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারিতে ফ্রান্সের গমসহ অন্যান্য শস্য রফতানি কমে যাওয়ার পেছনে এটাই প্রধান কারণ।
ফ্রান্সকে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষির পাওয়ার হাউজ। জানুয়ারিতে গমসহ দেশটির সম্মিলিত শস্য রফতানি দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার টন, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। তবে পরিবহন ধর্মঘটের জেরে আগের মাসের তুলনায় শস্য রফতানি ১ লাখ ৩০ হাজার টন কমেছে। গত ডিসেম্বর দেশটি সব মিলিয়ে ১৭ লাখ টন শস্য রফতানি করেছিল।