চীনে করোনা ভাইরাসে আক্রান্ত ২৭ বিদেশি

0

লোকসমাজ ডেস্ক॥ চীনে ২৭ বিদেশি নাগরিকের শরীরে করোনা ভাইরাস পাওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গেং শুয়াং জানান, চীনে এ ভাইরাসে আক্রান্ত বিদেশিদের মধ্যে ইতোমধ্যেই দুই জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, চীনে গত ৬ ফেব্রুয়ারি একজন মার্কিন নাগরিক ও ৮ ফেব্রুয়ারি একজন জাপানি নাগরিক এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এদিকে চীনে ক্রমেই মহামারি আকারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ইতোমধ্যে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সরকারি হিসাবে, ৯ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজার ১৭১ জন। সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রবিবার চীনে নতুন করে ৯৭ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে দেশটিতে তদন্ত দল পাঠানো হচ্ছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে ডব্লিউএইচও। অন্তত ২৮টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস।