ফুলতলায় সমাজসেবক রোস্তম মোল্লার ইন্তিকাল

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ বিশিষ্ট সমাজসেবক মো. রোস্তম মোল্লা (৮০) রবিবার দিবাগত রাতে ফুলতলার আলকা গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ১১ টায় আলকা মধ্যপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন তার সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সী আব্দুস সামাদ, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, মোল্লা আবু সাইদ, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাংবাদিক শামসুল আলম খোকন, জামাল হোসেন ভূঁইয়া, রবিউল ইসলাম মোল্লা, জি. এম শফিকুল ইসলাম, জাকারিয়া হুসাইন, ইদ্রিস আলী মোল্লা, নুর মাসুদ, আনোয়ার হোসেন, আলতাপ হোসেন প্রমুখ।