মনিরামপুরে সাংবাদিক আব্বাসের মায়ের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুর প্রেস কাবের (একাংশ) সাবেক সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্বাস উদ্দীনের মা জবেদা খাতুন (৮০) বার্ধক্যজনিত রোগে রবিবার রাত সাড়ে ৮ দিকে উপজেলার হালসা গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ১১ টায় হালসা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।