আজ নলতা শরীফে খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এঁর বার্ষিক ওরছের আখেরি মোনাজাত

0

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, সমাজ সংস্কারক নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুফী-সাধক আলহাজ খানবাহাদুর আহছানউল্লাহ এঁর ৫৬ তম বার্ষিক ওরছের আখেরি মোনাজাত আজ সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গনে ২৬, ২৭, ২৮ মাঘ রবি, সোম ও মঙ্গলবার তিন দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফকে কেন্দ্র করে নলতা শরীফ তথা আশপাশ এলাকায় ধর্মীয় পরিবেশ বিরাজ করছে। কর্তৃপক্ষ দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ভাই-বোনের জন্য আবাসন ব্যবস্থা, রন্ধনশালা, খাওয়া, যানবাহনের সু-ব্যবস্থা করেছে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মিশন কর্তৃপক্ষের আমন্ত্রণে পুলিশ, উপজেলা ও জেলা প্রশাসন, স্কাউট, স্বেচ্ছাসেবক নলতা শরীফে অবস্থান নেয়ার পাশাপাশি প্রতিনিয়ত টহল অব্যাহত রেখেছে। পাক রওজা শরীফ ও মাহফিল মাঠের সকল অনুষ্ঠান মাইকে প্রচারের পাশাপাশি সাতক্ষীরা ভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ওরছ শরীফ উপলক্ষে পাক রওজা শরীফ এলাকায় বসেছে অসংখ্য স্টল। প্রায় প্রতিটি স্টলে শোভা পাচ্ছে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণাধীন অত্যাধুনিক ও সুবিশাল আহ্ছানিয়া মিশন জামে মসজিদের জন্য মুক্ত হস্তে দানের সহযোগিতার আহবান জানিয়ে ব্যানার ও ফেস্টুন।
মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র দিক নির্দেশনায় চলমান বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে সোমবারের কর্মসূচির মধ্যে ছিল বাদফজর হতে সকাল ৯ টা পর্যন্ত আলোচনা। আলোচনা নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. আবু সাঈদ, আলহাজ কর্ণেল সালাউদ্দীন (চট্টগ্রাম), মিশনের সহ-সভাপতি প্রকৌশলী ড. কাজী আলী আজম, মো. নূর হাসান (করাই পারসরাই, বিহার, ভারত),আলহাজ অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমদ। ভক্তের পত্র থেকে পাঠ করেন ড. গোলাম মঈন উদ্দীন (নলতা শরীফ)।
বেলা ১২ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত মিশনের সামনে খানামাঠে বিভিন্ন স্থান থেকে আগত মিশনের পক্ষ থেকে লক্ষাধিক নারী-পুরুষের মাঝে রান্না তবারক পরিবেশন করা হয়েছে।