কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের নির্বাচন সম্পন্ন

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম জানান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের নির্বাচনী তফশিল অনুযায়ী ইনস্টিটিউটের ২১ সদস্য বিশিষ্ট সভাপতি, সম্পাদকমন্ডলী ও কার্য নির্বাহী সদস্য নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রণয়ন শেষে সোমবার সন্ধ্যায় ২১টি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচিত সভাপতি হলেন শেখ শহিদুল ইসলাম, সহ-সভাপতি (পুরুষ) প্রধান শিক্ষক আব্দুর রব, সহ-সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সহ-সভাপতি (মহিলা) মিসেস রীনা চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাঠাগার সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, দপ্তর সম্পাদক ফারুক হোসেন স্বপন, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, মহিলা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষিকা মিসেস লিলি কামাল এবং কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, অধ্যাপক রামাকান্ত সরকার, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সাংবাদিক দীপক শেঠ, অধ্যাপক শাহাদাৎ হোসেন ও মাস্টার অনুপ কুমার ঘোষ। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ ও মাস্টার হুমায়ন কবির।