আইন শৃঙ্খলা কমিটির সভা কলারোয়ায়

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজ। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানা পুলিশের ওসি শেখ মুনির উল গীয়াস, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, শিাবিদ এম এ ফারুক, কলারোয়া প্রেসকাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম প্রমুখ।