অনূর্ধ্ব ১৯ বিশ^কাপে চ্যাম্পিয়ন হওয়ায় কালীগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে অনুর্ধ্ব-১৯ বিশ^কাপ ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ বিশ^চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ মিছিল হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজ থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, কালীগঞ্জ আঞ্চলিন ভাষা গ্রুপের ক্রিয়েটর এডমিন সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ, সাংবাদিক মিশন হোসেন, ব্লাড ব্যাংক অব কালীগঞ্জের উপদেষ্টা এ.এস এম আল মাসুম, কালীগঞ্জ স্টুডেন্টস এসোশিয়েশনের সভাপতি মোস্তফা ইবনে মাসুদসহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল ভারতকে হারিয়ে বিশ^ চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরকে বিভিন্ন শ্লোগানে অভিনন্দন জানানো হয়।