তালায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড উন্মুক্তভাবে বাছাই

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রত্যাশীদের উপস্থিতিতে উন্মুক্ত বাছাই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাম প্রসাদ ও ইউপি সদস্য আনারুল ইসলাম। অনুষ্ঠানে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্তভাবে যাচাই-বাছাইপূর্বক প্রতিবন্ধী ১০৪ জন, বিধবা ৭২ জন ও বয়স্ক ৭২ জনকে ভাতার কার্ড প্রদান করা হয়।