২৫ বছর পর এসে না ফেরার দেশে চলে গেলেন জলিল

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ টানা ২৫ বছর পর দেশে ফিরে না ফেরার দেশে চলে গেলেন আব্দুল জলিল। তিনি শার্শার বুরুজবাগান গ্রামের বিএনপি নেতা মুনছুর আলীর ছেলে। পারিবারিক সূত্র ও আব্দুল জলিলের চাচা মো. গোলাম মোস্তফা জানান, গত ২৪/২৫ বছর আগে তার ভাইপো আব্দুল জলিল চাকরির জন্য চলে যায় সুদূর দক্ষিণ আফ্রিকায়। সেখানে এতদিন চাকরি করে গত বছর কুরবানির ঈদে বাড়ি এসেছিলেন জলিল। এরপর কিছু দিন থেকে আবার ফিরে যান আফ্রিকায়। দীর্ঘদিন পর ছুটিতে বাড়ি এসে একমাত্র মেয়েকে বিয়ে দেন। আর ছেলে যশোরের একটি কলেজে লেখাপড়া করে। তিনি আরও জানান, এবার দীর্ঘ ছুটি নিয়ে বাড়িতে আসছিলেন জলিল। রবিবার সন্ধ্যায় একটি বিমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার সাথে সাথে হৃদরোগে আক্রান্ত হয়ে জলিল ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১টায় দক্ষিণ বুরুজবাগান ফাজিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  মরহুম জলিলের নামাজে জানাজায় শার্শা যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, মো. নিছার উদ্দিন, মো. গোলাম মোস্তফা, কৃষকদল নেতা আব্দুল অহেদ, সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, আজগর আলী ও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। জানাজা পরিচালনা করেন বুরুজবাগান হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মাও. আব্দুল্লাহ।