নির্বাসিত স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ বেগম খালেদা জিয়ার মুক্তি: অমিত

0

স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের ১৬ কোটি মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে উন্মুক্ত হয়ে আছে। তারা মনেপ্রাণে বিশ্বাস করে নির্বাসিত স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ খালেদা জিয়ার মুক্তি। গতকাল রোববার বিএনপি কার্যালয়ের সামনে দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্মম কারাবন্দীর দুই বছর পূর্তিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যেদিন খালেদা জিয়া মুক্ত হবেন সেদিন দেশের গণতন্ত্র মুক্ত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণ ফিরে পাবে তাদের ভোটাধিকার। বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং খালেদা জিয়াকে সামনে রেখে রাজনীতি করে। অবৈধ সরকারের রোষানলের শিকার হয়েছেন ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী। খুন, গুমের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। শুধুমাত্র একটি ভিন্ন মতের রাজনীতি করার কারণে। বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, কেশবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মজনু হুসাইন, মনিরামপুর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রদল নেতা শাহীন আলম বিপ্লব, ছাত্রদল নেতা অনিক রহমান জুয়েল, মিরাজ মাহমুদ, আবরার হোসেন, পিকুল হোসেন, কাজী তৌফিক এলাহী, নিয়াজ মাহমুদ শিশির প্রমুখ।