নড়াইলে জজশিপ ও ম্যাজিস্ট্রেসি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0

নড়াইল অফিস ॥ নড়াইলে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে জজশিপ ও ম্যাজিস্ট্রেসি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । শনিবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতায় ম্যাজিস্ট্রেসি ফুটবল দল ২-০ গোলে জজশিপ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধে ম্যাজিস্ট্রেসি ফুটবল দল প্রতিপক্ষ জজশিপ ফুটবল দলের জালে ২টি গোল দিয়ে জয়ের পথে এগিয়ে থাকে। ম্যাজিস্ট্রেসি দলের ব্যারিস্টার কাজী সেতু ও রাশেদ গোল দুটি করেন। খেলার দ্বিতীয়ার্ধে কোন দলই আর গোল করতে পারেনি। প্রীতি ফুটবল প্রতিযোগিতা শেষে শনিবার সন্ধ্যায় বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি নড়াইল জেলা ও দায়রা জজ নীলুফার শিরিন।
এ সময় ম্যাজিস্ট্রেসি দলের অধিনায়ক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার, যুগ্ম জেলা ও দায়রা জজ আসাদুল্লাহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল, ম্যাজিস্ট্রেসি দলের টিম ম্যানেজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা, সিনিয়র সহকারী জজ মো. রহমত উল্লাহ, সহকারী জজ হাবিবুর রহমান, সহকারী জজ তাকিয়া সুলতানা, ব্যারিস্টার কাজী সেতুসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা ও দায়রা জজ নীলুফার শিরিন বলেন, ‘আমরা আজ একটি সুন্দর বিকেল অতিবাহিত করলাম। আমরা একটু হলেও গতানুগতিক জীবনের ধারা হতে বেরিয়ে আসতে পেরেছি। আমরা আজ নির্মল আনন্দ পেয়েছি। দুটি দলই খুব সুন্দর খেলেছে। এটা মূলত একটি প্রীতি ফুটবল ম্যাচ। নির্মল আনন্দ পেতে পরবর্তীতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রধান অতিথি জানান। খেলা চলাকালে জজ আদালত ও চিফ জুডিসিয়াল আদালতের কর্মকর্তা-কর্মচারী, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ক্রীড়ামোদীরা খেলা উপভোগ করেন।