যবিপ্রবি’র পদার্থ বিজ্ঞান বিভাগের নবীনবরণ

0

নিজেকে গড়ে তোলার এখনই উপযুক্ত সময় উল্লেখ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ১২ বছর পড়াশোনা করে তোমরা বিশ^বিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করেছে। আর চার বছর লেখাপড়া করে সারা জীবনে চলার যোগ্যতা অর্জন করতে হয়। তাই নিজের জীবনকে ব্র্যান্ডিং করার এখনই প্রকৃত সময়। রবিবার যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে পদার্থবিজ্ঞান বিভাগ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আনিছুর রহমান এ কথা বলেন। এর আগে বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়।
অধ্যাপক ড. মো. আনিছুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সারা জীবন তোমরা ভালো থাকবে না খারাপ থাকবে, এই চার বছরেই তা নির্ধারিত হয়ে যাবে। এই চারটা বছর যদি সুন্দর করে পড়াশোনা করে কাটিয়ে দিতে পারো, লেখাপড়ার পেছনে লেগে থাকো, একটু সিরিয়াস হও, তাহলে সারা জীবন এর ফল ভোগ করতে পারবে। পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. আলমগীর বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশন দপ্তরের সহকারী পরিচালক ড. মো. আজিজুর রহমান খান, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ। আলোচনা পর্ব শেষে পদার্থবিজ্ঞান বিভাগের ক্রীড়া সপ্তাহে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থী ও দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিকেলে বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।