পথেরবাজার চেকপোস্টে বিদেশি মদসহ আটক ২

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর খানজাহান আলী থানার পথেরবাজার পুলিশ চেকপোস্ট থেকে ৪ বোতল বিদেশি মদসহ দুজনকে আটক করা হয়েছে। এরা হলো-গোপালগঞ্জের কোটালীপাড়ার ইউনুস শেখের পুত্র ইমরান শেখ (২৪) ও ফরিদপুরের ভাংগার অদিত্য মালোর পুত্র হৃদয় মালো (২০)। গত শনিবার সন্ধ্যায় পথেরবাজার চেকপোস্টে তল্লাশিকালে পুলিশ মদসহ ওই দুজনকে আটক করে। পথেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।