দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন এঁকেছিলেন বঙ্গবন্ধু : আফিল উদ্দিন এমপি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-১(শার্শা)আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন. ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন এঁকেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশকে উন্নয়নের জন্য কৃষিতে বিপ্লবের কথা বলেছিলেন তিনি। বলেছিলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অংকিত বাংলাদেশের স্বাধীনতা আমার কাছে তখনি প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলার কৃষক মজুর ও দুঃখি মানুষের সকল দুঃখের অবসান হবে।’ রবিবার বেলা ১১টার দিকে শার্শা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৯-২০ অর্থবছরে খরিফ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথাগুলী বলেন তিনি। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।