যশোর বড় বাজারের আড়ত ম্যানেজারকে পিটিয়ে আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড় বাজারের একটি কাঁচামাল আড়তের ম্যানেজারকে রোববার সকালে পিটিয়ে আহত করা হয়েছে। বড় বাজারের (এইচ এম রোড) কালীবাড়ি এলাকার বিশ্বাস ভান্ডারের মালিক মো. মফিজুর রহমানের অভিযোগ, বারান্দীপাড়া বটতলা এলাকার আজহার উদ্দিনের ছেলে আসিফ রহমান তার একটি দোকান ভাড়া নিয়ে মুদি ব্যবসা করে আসছেন। কিন্তু ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে তার সাথে তাদের বিরোধ চলে আসছে। এ কারণে আসিফ রহমানসহ অন্যরা তার এবং কর্মচারীদের সাথে বিভিন্ন সময় খারাপ ব্যবহার করে থাকেন। তাদেরকে হুমকিও দেয়া হয়। এরই মধ্যে আসিফ রহমান তাদের জব্দ করতে নিজের দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত করেন। এরপর রোববার সকালে আসিফ রহমানসহ তার ভাই আরিফুর রহমান রিধি, রাজিব, রাকিব এবং তাদের পিতা আজহার উদ্দিন বিশ্বাস ভান্ডারে এসে দোকান ভাঙ্গার জন্য ম্যানেজার ম্যানেজার শামীম হোসেনকে দোষারোপ করে গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করলে তারা তাকে কিলঘুষি এবং পিটিয়ে আহত করেন। এছাড়া তারা তার আড়তের আসবাবপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।