অভয়নগরে রংমিস্ত্রির ঠিকাদার হত্যার চার্জশিট দাখিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে রংমিস্ত্রির ঠিকাদার হাবিব হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। চার্জশিটে মামুন মোল্লা নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার ডাংঙ্গা সিংড়া গ্রামের হাবিল মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গুয়াখোলার একটি সাততলা ভবনের রঙের ঠিকাদারি কাজ নেন হাবিব। এখানে কাজের জন্য তিনি মামুনকে সহকারী হিসেবে রাখেন। তারা দুজন ওই ভবনের দ্বিতীয়তলায় থাকতেন। ২০১৯ সালের ১৯ অক্টোবর ভবনের নিচতলার রিজার্ভ ট্যাংকির ভিতর থেকে হাবিবের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ খান সহকারী মামুনকে আসামিকে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। পরে আসামি মামুনকে রাজধানী ঢাকা থেকে আটক করে পুলিশ। আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।