২০টি দেশে মহামারির আকার নিতে পারে করোনা, ১৭ নম্বরে ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ চিন থেকে কোন কোন দেশে করোনা ঢুকতে পারে এ নিয়ে সমীক্ষা চালিয়ে সম্ভাব্য় ২০টি দেশের তালিকা তৈরি করেছে হামবোল্ট বিশ্ববিদ্য়ালয় আর রবার্ট কচ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। সে তালিকাতেই ১৭ নম্বরে জ্বলজ্বল করছে ভারতের নাম। সারা বিশ্বের প্রায় ৪ হাজার বিমানবন্দরের তথ্য় যাচাই করে এই সমীক্ষা তৈরি করা হয়েছে।
ভারত যে এই ভাইরাসের হাত থেকে নিরাপদ নয়, তার প্রমাণ এরইমধ্যে মিলেছে। চিন ফেরত তিন কেরলবাসীর দেহে করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে।
এদিকে শনিবারই কলকাতার আরএন টেগোর হাসপাতালে করোনা ভাইরাসেরই এক অন্য় প্রজাতির প্রমাণ মিলেছে এক বৃদ্ধের দেহে।
সমীক্ষক ডন ব্রকম্য়ান জানিয়েছেন, বিমানবন্দর গুলিতে বিমান ওঠা-নামার সংখ্য়া। কোন কোন দেশ থেকে বিমান আসে এই সমস্ত বিমানবন্দরে। সে সব দেশে করোনা সংক্রমিত মানুষের সংখ্য়া কেমন। সব যাচাই করেই তৈরি হয়েছে ‘এক্সপেকটেড গ্লোবাল স্প্রেড অব দ্য় নোভেল করোনা ভাইরাস’ সমীক্ষা।
সমীক্ষায় আরো দেখা গেছে ভারতের মধ্য়ে আবার দিল্লিতেই করোনা ছড়ানোর সম্ভাবনা প্রবল। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে করোনা ছড়ানোর সম্ভাবনা ০.০৬৬ শতাংশ। এরপরেই রয়েছে মুম্বই। সেখানে সম্ভাবনা ০.০৩৪ শতাংশ। অল্প হলেও কলকাতার নেতাজি সুভাষ আর্ন্তজাতিক বিমানবন্দরেও রয়েছে ০.০২০ শতাংশ সম্ভাবনা।