দিল্লিতে বিবিআইএন এমভিএ নিয়ে বৈঠক অনুষ্ঠিত

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের রাজধানী নয়া দিল্লিতে শনিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপালের (বিবিআইএন) মধ্যে বিবিআইএন মোটর ভেহিক্যালস এগিমেন্ট (বিবিআইএন এমভিএ) বিষয়ক বৈঠক। এতে ২০১৫ সালের ১৫ই জুন বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত মোটর ভেহিক্যালস এগ্রিমেন্ট (এমভিএ) বিষয়ক যাত্রী ও কার্গো প্রটোকল নিয়ে আলোচনা হয়েছে। যা যাত্রী চলাচল নিয়ন্ত্রণ, পারসোনাল অ্যান্ড কার্গো ভেহিকুলার ট্র্যাফিক বিষয়ে এমভিএ চুক্তি কার্যকর করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, ২০১৮ সালের জানুয়ারিতে ব্যাঙ্গালুরুতে বৈঠকের পর এটাই ছিল এই গ্রুপের প্রথম বৈঠক।
এবারের বৈঠকে ভুটান সরকারের সিদ্ধান্তে এ দেশটির প্রতিনিধিরা অংশ নিয়েছেন পর্যবেক্ষক হিসেবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সারোয়ার মাহমুদ। নেপালের নেতৃত্ব দিয়েছেন অবকাঠামো ও পরিবহন বিষয়ক যুগ্ন সচিব গোপাল প্রসাদ সিগডেল।
ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামী। আর ভুটানের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের লিগ্যাল অফিসার পেম শেরিং। বৈঠকে বিবিআইএন এমভিএ বাস্তবায়নে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন প্রতিনিধিরা। তারা আঞ্চলিক সংযুক্তি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যিক, অর্থনৈতিক সহযোগিতা এবং মানুষে-মানুষে যোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া আঞ্চলিক আন্তঃসীমান্ত সড়ক পরিবহনের মাধ্যমেও এসব সুবিধা অর্জনের ওপর গুরুত্ব দেয়া হয়। যাত্রী চলাচলের জন্য প্রোটকলের অংশীদারদের সঙ্গে প্রতিটি দেশের আভ্যন্তরীণ শলাপরামর্শের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিরা। এ ছাড়া কার্গো যান চলাচল সংক্রান্ত প্রোটকলের খসড়ার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।
প্রথমবারের মতো বিদ্যমান খসড়া নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এর প্রেক্ষিতে তিনটি প্রতিনিধি দলই তাদের অনুধাবন সম্পর্কে নিশ্চিত করেছেন যে, অন্যান্য আন্তর্জাতিক চুক্তি এবং এই গ্রুপের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির অধীনে বিবিআইএন এমভিএ, ভূমি দ্বারা অবরুদ্ধ দেশগুলো সহ সব পক্ষের অধিকার ও বাধ্যবাধকতাকে নিরাপদ রাখবে। এ ছাড়া প্রতিনিধিরা তিন দেশের মধ্যে বিবিআইএন এমভিএ বাস্তবায়ন সংক্রান্ত যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে, সে বিষয়ে একটি খসড়া নিয়েও আলোচনা করেছেন। ভুটানের বাধ্যবাধকতা ছাড়াই বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে এমভিএ বাস্তবায়নে ভুটান সরকারের সম্মতির কথা এতে মাথায় রাখা হয়েছে। বাংলাদেশ, ভারত ও নেপালের প্রতিনিধিরা একটি সমঝোতা স্বারক চূড়ান্ত করার গতি ত্বরান্বিত করতে একমত হয়েছেন। এক্ষেত্রে সম্মতি দেয়ার জন্য ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বিবিআইএন এমভিএ বাস্তবায়নের জন্য প্যাসেঞ্জার অ্যান্ড কার্গো প্রোটাকল চূড়ান্ত করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন প্রতিনিধিরা। আভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো ২০২০ সালের মে মাসের মধ্যে আবার একত্রিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।