শৈলকুপায় ভূমি রেজিস্ট্রেশন সম্পর্কে সচেতনতামূলক সভা

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় ভূমি রেজিস্ট্রেশন সম্পর্কে জনসচেতনার ল্েয ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সাব-রেজিস্ট্রার হবে জনতার’ স্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শৈলকুপা উপজেলা সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গনে আলোচনা সভায় সাব রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন দলিল লেখক আক্তারুজ্জামান খান মনির। বক্তাগণ শৈলকুপা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্যর তৎপরতায় ৭ দিনের মধ্যে সম্পাদিত দলিল সম্পাদনার বিষয়টি নজরে নিয়ে আসেন। ডিজিটাল সেবার অংশ হিসেবে দেশের প্রথম শৈলকুপা উপজেলায় এ দলিল বিতরণকে যুগান্তকারী পদপে বলে উল্লেখ করেন। জনভোগান্তি দূর করে সকল অনিয়ম ব্যতিরেকে দলিল সম্পাদনের জন্য শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে বেশকিছু নতুনত্ব নিয়ে এসেছেন বর্তমান কর্মকর্তা। জমি বেচাকেনার আগে ১৮টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সম্বলিত ব্যানার শহরের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, কালি প্রসাদ,শাহানা পারভীন শেলী,প্রেস কাব সভাপতি এম হাসান মুসা প্রমুখ।