যোগীপোল ইউনিয়ন আ.লীগের সম্মেলন উপলক্ষে মতবিনিময়

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ নগরীর খানজাহান আলী থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড যোগীপোল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি প্রার্থী মো. সুরুজ্জামান হানিফ ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. আল আমিন ফকির শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যোগীপোল ইউনিয়নের ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকার কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা এলাকার বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রার্থীরা ছুটছেন কাউন্সিলরদের দ্বারে দ্বারে।