কালীগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতাসহ চারজন ফেনসিডিলসহ আটক

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিহাবসহ চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ সময় তাদের থেকে ৫৭ বোতল ফেনসিডিল এবং ১৫শ মিলিলিটার তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। শনিবার বিকেলে ঝিনাইদহ ডিবি পুলিশ কোটচাঁদপুর উপজেলার কাগমারি বাঁওড়ের কাছে অভিযান চালায়। সেখান থেকে ফেনসিডিলসহ কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিহাবকে আটক করা হয়। এ সময় ফেনসিডিলসহ আরও ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলো-কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহাব উদ্দিন শিহাব, একই উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে হাসান তারেক, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিয়ান নগর গ্রামের রবিউল হোসেনের ছেলে বিল্লাল হোসেন এবং মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের কামরুল ইসলামের স্ত্রী কৈতরি বেগম। ঝিনাইদহ ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।