খুলনায় ব্যবসায়ীকে অপহরণের সময় ভুয়া পুলিশ গ্রেফতার

0

ডুমুরিয়া (খুলনা ) সংবাদদাতা॥ খুলনায় ব্যবসায়ীকে অপহরণ করার সময় সোহেল মোল্লা (৩৫) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার ভোররাত ৩টার দিকে মহানগরীর রায়েরমহল মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ সময় ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে অপহৃত ফোন-ফ্যাক্স ও মুদি ব্যবসায়ী সেকান্দারকে উদ্ধার করা হয়। ভুয়া পুলিশের কাছ থেকে জব্দকৃত প্রাইভেট গাড়ির মধ্যে সেকেন্দার মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় ছিলেন। গ্রেফতার সোহেল নড়াইল জেলার লোহাগড়া থানার নোয়াক গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার আসাদ মোল্লার ছেলে।
এসআই সাইফুর রহমান বলেন, ‘নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশ জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিল। ভোররাতে ডুমুরিয়া থেকে আসা একটি প্রাইভেটকারকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু প্রাইভেটকারটি সিগন্যাল না মেনে বাইপাস সড়ক হয়ে মোস্তর মোড়ের দিকে চলে যায়। মোস্তর মোড়ে গিয়ে পুলিশ দেখে গাড়িটি নিয়ে দ্রুত রায়েরমহলের দিকে যাচ্ছে। পুলিশ পিছু নিয়ে রায়েরমহলে গিয়ে চ্যালেঞ্জ করে। এ সময় গাড়ির মধ্যে থাকা ব্যক্তিদের কথা-বার্তা অসংলগ্ন ছিল। গাড়িটি তল্লাশি করে ব্যবসায়ী সেকান্দারকে মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা তিন-চার জন পালিয়ে যায়, কিন্তু সোহেল মোল্লা ধরা পড়ে। গাড়িটিতে পুলিশের দুই সেট ইউনিফর্ম (পোশাক), মোবাইল, র‌্যাঙ্ক ব্যাজসহ দোকানের তালা ভাঙার সরঞ্জাম পাওয়া যায়।’ খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, উদ্ধার ব্যবসায়ী সেকেন্দার গাজীর (৩২) বাবার নাম নওয়াব আলী গাজী। সে ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের নিবাসী। অভিযানের সময় উদ্ধারকৃত ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৩২ হাজার টাকার মধ্যে তিন হাজার ৪৫০ টাকা, ভুয়া পুলিশের পোশাক, দুটি লোহার শাবলের মতো রড, লাল কসটেপ, নাইলনের রশি, ব্যাগ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়া অন্যান্য আসামিদের গ্রেফতারের ল্েয অভিযান অব্যাহত আছে।