চৌগাছায় প্রবীণ চিকিৎসকের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলার প্রবীণ চিকিৎসক,সাবেক যুগ্মসচিব ইমদাদুদ দস্তগীরের পিতা এহিয়া হোসেনের (১০৬) মৃত্যুতে গভীর শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।বিবৃতিদাতা হলেন, যশোর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান ও হবিবর রহমান হবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নুর উদ্দীন আল-মামুন (হিমেল), উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল হালিম চঞ্চল, চৌগাছা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পদক মুকুরুল ইসলাম প্রমুখ।