১৭০ বছরেও জাতীয়করণ হয়নি পাইকগাছার ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়

0

কপিলমুনি(খুলনা) সংবাদদাতা ॥ বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের (পিসি) বাবার হাতে গড়া খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে প্রতিষ্ঠিত ভুবন মোহিনী বালিকা বিদ্যালয় ১৭০ বছরেও জাতীয়করণ হয়নি। উপমহাদেশে নারীর শিক্ষা বিস্তারে অবিরাম ভূমিকা রেখে চলা এই বিদ্যপীঠে বিভিন্ন সময় বিশ্ববরেণ্য ব্যক্তিদের পদচারণা ঘটেছে। অথচ এটি জাতীয়করণ না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের পাশাপাশি জন্ম নিয়েছে চরম হতাশা। এলাকাবাসী এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। জানা যায়, পাইকগাছার রাড়–লীতে জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্মের ১১ বছর আগে তার বাবা হরিশ্চন্দ্র রায় ১৮৫০ সালে নিজ স্ত্রীর নামে ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের দাবি, নিজ অর্থে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উপমহাদেশের প্রথম সময়কার বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠার ১৭০ বছরেও ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে একটি বহুতল ভবন (নির্মাণাধীন) ছাড়া দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি। বর্তমানে এই বিদ্যাপীঠে ১৬ জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন। পড়ালেখা করছে তিন শতাধিক ছাত্রী। ২০১৯ সালে ৪৫ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করে। ১৭০ বছর ধরে নারীর শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিদ্যালয়টির ভাগ্যোন্নয়ন হয়নি এতটুকু। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার বলেন, জাতীয়করণ না হওয়ায় দেশের প্রথম বালিকা বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য মুছে যাওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।