বটিয়াঘাটায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে খেলা অনুষ্ঠিত

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতাসহ দিনব্যাপী গ্রাম্য ঐতিহ্যের বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকাল ৩ টায় জলমা কচুবুনিয়া মিলন সংঘের আয়োজনে ও দুর্গামন্দির কমিটির পরিচালনায় দড়াটানা, হাড়িভাঙ্গা, বিস্কুট দৌড়, মহিলাদের চেয়ার সিটিং ও ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেবপ্রসাদ রায়ের সভাপতিত্বে ও গোপাল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ আসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জলমা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বিপ্রদাস টিকাদার কার্তিক, ইউপি সদস্য অশোক মন্ডল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তপতী রানী বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক হরিদাস রায়, আওয়ামী লীগ নেতা সুকণ্ঠ মন্ডল, পঙ্কজ গোলদার, নীতিশ মল্লিক, অজিত সরকার, দেবাশীষ গোলদার, অজয় রায়, আনন্দ সরকার, মমতা মল্লিক, মো. খোকন, ইন্দ্রজিৎ রায়, পার্থ গোলদার প্রমুখ। সভায় খেলাধুলার বিভিন্ন ইভেন্টে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ’র মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করেন।