রামনগর রেলগেট বাজারে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের রামনগর রেলগেট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে কুরআন তিলাওয়াত, আজান, গজল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজায়েত হোসেন প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।