৪ দিনের সফরে ভারতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ চারদিনের সফরে শুক্রবার রাতে নয়া দিল্লি পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৮ই ফেব্রুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই সফরে থাকবেন। এর মধ্যে আজ শনিবার তাদের মধ্যে মূল আলোচনার দিন নির্ধারণ করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি প্রতিনিধি পর্যায়ে বৈঠকে অংশ নেবেন। এ খবর দিয়ে অনলাইন জি নিউজ বলছে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাত ছাড়াও ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাত করবেন মাহিন্দ রাজাপাকসে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে ভারতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করার জন্য উভয় পক্ষে মতবিনিময় হবে।
দিল্লিতে আনুষ্ঠানিক আলোচনার পর রাজাপাকসে বারানসি, সরনাথ, বৌদ্ধগয়া, তিরুপতি সফরে যাবেন। এরপর কলম্বোর উদ্দেশে ভারত ত্যাগ করবেন।