শ্রাবন্তীর স্বামীর কাণ্ড, মুখে পুরে নিলেন কুকুর ছানা!

0

লোকসমাজ ডেস্ক॥ শ্রাবন্তী টলিউডের নামী অভিনেত্রীদের একজন। তবে আজকাল শ্রাবন্তীকে তেমন ছবি করতে দেখা যায় না। তিনি এখন ব্যস্ত নতুন সংসারে। নতুন স্বামী রোশন সিংয়ের সঙ্গে বেশ ভালো সময় কাটছে। রোশনও খুব ভালবাসেন শ্রাবন্তীকে। সম্প্রতি রোশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে।
শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, শ্রাবন্তীর স্বামী রোশন তার বাড়ির পোষা কুকুরের মুখটাকে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন।
ভিডিওটি শেয়ার করে শ্রাবন্তী লেখেন, “এই কাজ এক মাত্র তুমিই পারো!” কিছুই না ভিডিওটা করা হয়েছে মজা করেই। স্লো মোশনে রেকর্ড করা হয়েছে। নিজের পোষ্যকে আদর করার জন্যই এমন করছেন রোশন! ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।