এবার বেনাপোলে ভারতীয় ট্রাকচালক-হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে

0

স্টাফ রিপোর্টার্॥ করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরে যাত্রীদের পাশাপাশি ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি)থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের মূল ফটকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ১৭ জানুয়ারি থেকে চেকপোস্টে ভারত থেকে আসা দেশি-বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালক ও হেলপারদের কোনও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল না।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ‘আমরা যদি শুধু যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করি তাহলে শতভাগ পরীক্ষা করা হবে না। কারণ ট্রাকচালক ও হেলপাররাও করোনা ভাইরাসের জীবাণু নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। সেজন্য আমরা ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিম বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। গত দুই দিনে প্রায় ২ হাজার ট্রাকচালক ও হেলপারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।’ এ ব্যাপারে ডা. আব্দুল মুজিদ বলেন, ‘এটা একটি ভালো পরিকল্পনা। বন্দর দিয়ে শুধু যাত্রীরা আসেন না। ভারতীয় গাড়ির লোকজন পাসপোর্ট-ভিসা বাদে গেটপাস নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মাধ্যমেও ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে। তবে মেডিক্যাল টিমের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’