‘যুদ্ধ’ শেষে শান্তি ফিরছে বার্সায়

0

লোকসমাজ ডেস্ক ॥ বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে লিওনেল মেসির কথার লড়াই শোরগোল তুলেছিল স্প্যানিশ সংবাদমাধ্যমে। বিতর্কিত বিষয়টি নিয়ে বেশিদিন খবর তৈরি করার সুযোগ পেলো না তারা। আবিদালের চাকরি যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। মেসিও তাকে আশ্বস্ত করেছেন, বিষয়টি নিয়ে আর জলঘোলা হোক চান না। ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের একটি ইভেন্ট থেকে আগেভাগে চলে আসেন বার্তোমেউ। প্রায় দুই ঘণ্টার সভা করেন আবিদাল ও প্রধান নির্বাহী অস্কার গ্রাউর সঙ্গে। তিনবার মেসির সঙ্গে ফোনেও কথা হয় ক্লাব প্রধানের। ক্লাব সূত্রের বরাতে ইএসপিএন জানায়, এখানেই এই অধ্যায়ের সমাপ্তি টেনে মাঠের লড়াইয়ে ফিরতে চান মেসি।
একই চাওয়া আবিদাল ও গ্রাউয়ের। ক্লাবের ভালোর জন্য তারাও এ নিয়ে আর কথা বলতে চান না। তাতে মেসির সাবেক সতীর্থ আবিদালের চাকরি টিকেই থাকছে। বার্সা কোচ কিকে সেতিয়েন বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। অনুশীলনেও মেসির হাসিখুশি মুখ দেখেছেন। তাতে সবই স্বাভাবিক মনে হয়েছে তার। বৃহস্পতিবার রাতে কোপা দেল রে কোয়ার্টার ফাইনাল অ্যাথলেটিক বিলবাওর মাঠ সান মেমেসে। মেসি ও আবিদালের বাগযুদ্ধের প্রভাব যেন না পড়ে, সেটা নিয়ে খেলোয়াড়দের সতর্ক করেছেন সেতিয়েন। তার বিশ্বাস, বিতর্ককে একপাশে সরিয়ে ঠিকই মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেবে কাতালানরা। গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে আবিদাল দাবি করেন, কোচ আর্নেস্তো ভালভার্দের অধীনে সিনিয়র কয়েকজন খেলোয়াড় খুশি ছিলেন না। অনুশীলনও ঠিকঠাক করতেন না তারা। সাবেক সতীর্থের এ দাবি মোটেও পছন্দ হয়নি মেসির। ইনস্টাগ্রামে তীব প্রতিবাদ জানান ক্লাব অধিনায়ক।