হারানো ভাইকে ফিরে পেয়ে দর্শকদের দেখালেন ভাবনা!

0

লোকসমাজ ডেস্ক॥ কখনো মানসিক রোগী, কখনো সংগ্রামী গৃহবধূ, কখনো পতিতাসহ নানা চরিত্রে অভিনয় করে তাক লাগান অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। সামনে দর্শকদের জন্য নিয়ে আসছেন দারুণ চমক। তবে আরো মজার চমক দিলেন তিনি। সম্প্রতি একটি নাটকের শুটিংয়ের ফাঁকে নিজের হারিয়ে যাওয়া ভাইয়ের ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। ভাবছেন, ঘটনাটি কি!
ভাবনার পোস্ট করা ছবিতে দেখা যায়, ছোট চুল আর গোঁফসহ টি শার্টের ওপর একটি শার্ট পরা অবস্থায় ভাবনার মতো এক পুরুষ রয়েছেন। আসলে ভিন্ন চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি ছেলের চরিত্রে কাজ করেছিলেন। তাই ওই লুকটি তিনি দর্শকদের সঙ্গে শেয়ার করতে ভুলেননি। ছবির ক্যাপশনে তিনি লিখেন, আমার হারিয়ে যাওয়া ভাই মন্টুমিয়া।
এতে তার ছবিতে লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়। কমেন্টে চিত্রনায়িকা অরুণা বিশ্বাস লিখেন, ভাবনা ভাইয়া কেমন আছেন? এছাড়া অনেক সাংবাদিক ও দর্শক মজার মজার কমেন্ট করেছেন।